Quantcast
Channel: लघुकथा
Viewing all articles
Browse latest Browse all 2466

कमरा/ ঘর

$
0
0

সুভাষ নীরব (দিল্লী) /बांग्ला अनुवाद:बेबी सिंह कोरनफोरमा

  বাবা , আপনার থাকার ব্যবস্থা যদি চিলেকোঠায় করে দি? হরিবাবু তার বৃদ্ধ পিতাকে বলল

 দেখুন না, বাচ্চাদের ফাইনাল পরীক্ষা দোরগোড়ায়, বড়ো ঘরে চিৎকার চেঁচামেচির জন্য ঠিকমতো পড়াশোনা হয় না। কিছুদিনের জন্য এই ঘরটা যদি ওদের দিয়ে দিন”- ছেলের বউও বাবাকে বোঝাবার চেষ্টা করল।

 কিন্তু বাছা, আমি কি রোজ উপর-নীচ করতে পারবো?” বাবা চৌকীতে শুয়ে শুয়ে বলল।

 আপনাকে সিঁড়ি ওঠা নামা করার কি দরকার ? আপনার খাবার দাবার সময় মতো ওপরে পৌঁছে যাবে। পায়খানা বাথরুমও তো উপরে আছে। আপনার কোন অসুবিধা হবে না।”

 আর ঘোরাফেরা করার জন্য খোলা ছাদ তো আছেই” ছেলের বউ পুনরায় বলল।

 বাবা রাজি হয়ে গেল, ওইদিনই তার বিছানাপত্র চিলেকোঠায় পৌঁছে গেল।

 পরের দিন হরিবাবু তার বউকে বলল “আমার অফিসে একজন নতুন কেরানি এসেছে, সে একটা ভাড়ায় ঘর খুঁজছে। এক হাজার টাকা ভাড়া দিতে রাজি, পাড়ায় একটু খোঁজ নিয়ে দেখো তো, যদি কেউ……”

 এক হাজার টাকা……” বউ ভাবতে লাগল। “ওকে যদি আমাদের ছোট ঘর ভাড়া দিই?”

 ওটা , যেটা থেকে বাবাকে সরিয়ে দিলে?” হরিবাবু ভাবতে লাগল, “ওটা তো বাচ্চাদের পড়াশোনার জন্য……”

 হ্যাঁ গো, বাচ্চাদের কথা ছাড়ো!” বউ বলল, “এতদিন যেভাবে পড়ছিল, সেভাবেই পড়বে। তারজন্য আলাদা ঘরের দরকার হবে কেন?”

 পরের দিন ওই ঘর ভাড়াটে এসে গেল।

-0-

লেখক পরিচিতি-

একজন প্রসিদ্ধ সাহিত্যিক। তিনি কবি ও কিশোর সাহিত্যিক হিসাবে যথেষ্ট পরিচিত। তার রচনাসমূহ বাংলা, পাঞ্জাবী , তেলেগু, মালায়লাম ভাষাতে অনুদিত হয়েছে। তাঁর প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল ‘আউরত হোনে কি গুনাহ’,  ‘আখিরী পড়াব কা দুঃখ’, ‘সফর মে আদমী’ (লঘুকথা সংগ্রহ) ইত্যাদি। তিনি ‘প্রয়াস’ পত্রিকা ১৯৮২ থেকে ১৯৯০ অবধি সম্পাদনা করেছেন। বহু সম্মানে সম্মানিত।


Viewing all articles
Browse latest Browse all 2466

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>