Quantcast
Channel: लघुकथा
Viewing all articles
Browse latest Browse all 2466

আর এক ফাঁদ( एक और जाल)

$
0
0

ডক্টর গোপাল বাবু শর্মা (আগ্রা,উত্তরপ্রদেশ)

डॉ गोपाल बाबू शर्मा आगरा/ अनुवाद; बेबी सिंह कोरफोरमा

মুঠো ফোনের রিং টোন বেজে উঠলহিন্দি রিডার মহাশয় ফোন তুলে তাঁর কানে লাগালেন -“ হ্যালো!”

প্রান্ত থেকে ওনার বিভাগের একজন -“একটা খুশীর খবর আছে!”

-“কি?”

-“ইউ জী সী কে অনুসারেনেটআর কমপালসারি নয়।”

-“ওয়াও, এটা তো খুব ভাল খবর! ‘নেটসত্যিকারে একটা ফাঁদ ছিল। ‘নেটনা দিলে কেউ আপ্লাই করতে পারত না।”

-“এইবার বেশীর ভাগ লোক পি এইচ ডি করার জন্য দৌড়বে।”

-“সে আর বলতে!”

– “তাহলে তোমার জন্য মার্কেটিং শুরু করে দেবো?”

_ “কতো করে ঘোষণা করবে?”

-“ এই কম করে ষাটসত্তর হাজারতিনটে সারাংশ দেবার পর, তারপর বাকিটা থিসিস লেখা শেষ হলে।”

-“তাহলে কিছুদিন অপেক্ষা করো, রেট আরও বাড়বে।”

গবেষক ছাত্রছাত্রীদের জন্য নতুন ফাঁদের সূচনা হল

-0-লেখক পরিচিতি-

জন্ম ১৯৩২। একজন বিশিষ্ট কবি ও সাহিত্যিক। তাঁর প্রকাশিত গ্রন্থ ‘জিন্দেগী কে বাদ সুরজ’, ‘ শুল সে বাঁধা হৈ জল, ‘সমর্পিত হৈ মন’, ‘ধূপ বহুত কম ছাঁব, দুধোঁ নহাও পুতোঁ ফলো ইত্যাদি।

-0-


Viewing all articles
Browse latest Browse all 2466

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>