গল্প – সুকেশ সাহনী- অনুবাদ – মিতা দাস ( मीता दास)
” বাবা রাহুল বলছিল আজ তিনটে নাগাদ ……” ভিকি কিছু বলতে চাইলো ।
” চুপচাপ পড় !” খবরের কাগজ থেকে চোখ না সরিয়ে তিনি বললেন ,
” পড়াশোনার সময় কথা এক্কেবারে বন্দ !”
” বাবা কটা বাজে ?” কিছুক্ষন পরেই ভিকি আবার জিজ্ঞাসা করল ।
” পড়াশুনা করতে মন করছেনা কেন ? কি সব বাজে কোথায় মাথা ঘামাছিস ? মন দিয়ে পড়াশুনা কর , নইলে আমার কাছে মার খাবে ।
ভিকি বইয়ে চোখ গুঁজে দিল ।
” বাবা হঠাৎ এমন অন্ধকার হয়ে গেল কেন ? ” ভিকি জানলার বাইরে খোলা আকাশের দিকে এক দৃষ্টি তে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করল । এখনো সন্ধ্যা নামেনি আর আকাশেও মেঘ নেই ! রাহুল বলছিল ……..”
” ভিকি !!” উনি রেগে উঠলেন বললেন ” এক গাদা হোমওয়ার্ক পড়ে আছে আর তুমি একটা পাঠেই আটকে আছো এখনো ? “
” বাবা বাইরে এতো অন্ধকার ….” সে বলতে চাইলো ।
” অন্ধকার লাগছে , তাহলে আমি লাইট জ্বেলে দিচ্ছি । যদি পাঁচ মিনিটে পাঠ মুখস্থ না হয়েছে তাহলে দেখবে আমি কি করি তোমায় ? “
ভিকি হতভম্ব হয়ে গেল । আর সে উচ্চ স্বরে পাঠ মুখস্থ করতে লাগল ,
” সূর্য ও পৃথিবীর মাঝে যদি চন্দ্রমা আসে তার ফলে সূর্য গ্রহণ হয় ….. সূর্য ও পৃথিবীর মাঝে …..