Quantcast
Channel: लघुकथा
Viewing all articles
Browse latest Browse all 2466

গ্রহণ / ग्रहण

$
0
0

                      গল্পসুকেশ সাহনী-   অনুবাদমিতা দাস ( मीता दास)

বাবা রাহুল বলছিল আজ তিনটে নাগাদ ……” ভিকি কিছু বলতে চাইলো 

চুপচাপ পড় !” খবরের কাগজ থেকে চোখ না সরিয়ে তিনি বললেন ,

পড়াশোনার সময় কথা এক্কেবারে বন্দ !” 

 বাবা কটা বাজে ?” কিছুক্ষন পরেই ভিকি আবার জিজ্ঞাসা করল 

পড়াশুনা করতে মন করছেনা কেন ? কি সব বাজে কোথায় মাথা ঘামাছিস ? মন দিয়ে পড়াশুনা কর , নইলে আমার কাছে মার খাবে 

ভিকি বইয়ে চোখ গুঁজে দিল 

 বাবা হঠাৎ এমন অন্ধকার হয়ে গেল কেন ? ” ভিকি জানলার বাইরে খোলা আকাশের দিকে এক দৃষ্টি তে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলএখনো সন্ধ্যা নামেনি আর আকাশেও মেঘ নেই ! রাহুল বলছিল ……..” 

ভিকি !!” উনি রেগে উঠলেন বললেনএক গাদা হোমওয়ার্ক পড়ে আছে আর তুমি একটা পাঠেই আটকে আছো এখনো ? “

বাবা বাইরে এতো অন্ধকার ….” সে বলতে চাইলো 

অন্ধকার লাগছে , তাহলে আমি লাইট জ্বেলে দিচ্ছিযদি পাঁচ মিনিটে পাঠ মুখস্থ না হয়েছে তাহলে দেখবে আমি কি করি তোমায় ? “

ভিকি হতভম্ব হয়ে গেলআর সে উচ্চ স্বরে পাঠ মুখস্থ করতে লাগল

সূর্য পৃথিবীর মাঝে যদি চন্দ্রমা আসে তার ফলে সূর্য গ্রহণ হয় ….. সূর্য পৃথিবীর মাঝে …..


Viewing all articles
Browse latest Browse all 2466

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>